পেওনিয়র কার্ড দিয়ে কিভাবে এটিএম থেকে টাকা তুলবেন

পেওনিয়র কার্ড দিয়ে কিভাবে এটিএম থেকে টাকা তুলবেন

আজ আমি আপনাদের দেখাব কিভাবে পেওনিয়র কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তুলতে হয়।
টাকা উত্তোলনের জন্য আমি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের কথাই বলব। কারন আমি শুক্রবার ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার চেষ্টা করেও সফল হইনি। ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে নাকি শুক্রবার ব্র্যাক ব্যাংক ছাড়া অন্য কোন কার্ডের টাকা তোলা যায় না।
তো আসুন দেখি কিভাবে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে পেওনিয়র কার্ড ব্যবহার করে টাকা তুলবো। প্রথমেই কার্ডটি এটিএম মেশিনের নির্দিষ্ট স্থানে প্রবেশ করান। তারপর পিন নম্বর দিন, তারপর ইন্টার চাপুন। এখন তিনটি অপশন আসবে 1.Savings, 2.Current, 3.Credit
আমাদের ৩ নং অপশন মানে Credit এর পাশের বাটন চাপতে হবে। তারপর অপশন আসবে  1. fast withdraw 2. Withdraw
২ নং অপশনটি নির্বাচন করতে হবে। তারপর আপনি কত টাকা তুলতে চান সে অ্যমাউন্ট দিন। ট্রানজেকশন কপির জন্য YES চাপুন।
ব্যাস আপনার কাজ শেষ কয়েক সেকেন্ডের মধ্যেই টাকা চলে আসবে।
Read More

আপনার website থেকে আয় করুন খুব সহজে। একটি চমৎকার popunder ব্যবহার করে

আপনার website থেকে আয় করুন খুব সহজে। একটি চমৎকার popunder ব্যবহার করে


আমি একটি Popunder Network এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। এটা থেকে খুব সহজে আয় করতে পারবেন। আশা করি।

সাইটের সংক্ষিপ্ত পরিচয়:
সাইটটির নাম: Popads.net
প্রতিষ্ঠিত: 2010 সাল
এলেক্সা রেংক: #83
সার্ভার লোকেশন: USA
এডমিন :  Tomasz Klekot

সাইটটির বিশেষ বৈশিষ্ট্য:
1. অন্যান্য Popunder Network থেকে এই সাইটটির বিশেষ বৈশিষ্ট্য হলো: এই popunder ইমপ্রেশন প্রতি পেজে হয়।
আরো পরিষ্কার করে বলি; ধরুন আপনি পপক্যাশ এর popunder ব্যবহার করলে কোন ভিজিটর সাইটে প্রবেশ করলে প্রথম ক্লিকে ইম্প্রেশন হবে আর যতবারই ক্লিক করবে কোন ইম্প্রেশন হবে না।
কিন্তু Popads এর popunder ইমপ্রেশন প্রতি পেজে হবে মানে সে যতবার আপনার সাইটের কোন টিউন বা পেজে যাবে ততবারই ইম্প্রেশন হবে।
ভাববেন না ভিজিটর বিরক্ত হবে না কারন; নিউ উন্ডোটা আলাদা হয়ে যায় মূল ব্রাউজার থেকে।
আর প্রতি পেজে ইম্প্রেশন হওয়ার ফলে আপনারও আয় বেশি হবে তা বুঝতেই পাচ্ছেন। তত বেশি ইম্প্রেশন ততবেশি আয়।

2. Auto withdraw; জানি বিশ্বাস হবেনা। এই সাইট অটো পেমেন্ট আপনার একাউন্টে পাঠিয়ে দিবে কোনরকম ক্যাশআউট রিকোয়েষ্ট ছাড়াই।
নিচের ছবিতে দেখুন: Auto Withdrawal is enabled. যখনই ৫ ডলার হবে আমার দেয়া পেমেন্ট প্রসেসরে টাকা চলে আসবে।

পেমেন্ট পদ্ধতি:
মিনিমাম ক্যাশআউট: 5$ ডলার
নিচের প্রসেসর থেকে ক্যাশআউট দিতে পারবেন।
Payoneer, Bank Transfer, Payza, Paypal

কিভাবে Adcode পাবেন?
প্রথমেই রেজিষ্টার করে নিন এখান থেকে
তারপর লগইন করুন।
বাম পাশে New Website এ ক্লিক করে আপনার সাইটের নাম, বিবরন, Catagory নির্বাচন করে Add website এ ক্লিক করুন নিন।
সাইটের এডমিন আপনার সাইটটি পর্যবেক্ষন করবে তারজন্য কয়েকদিন অপেক্ষা করুন। মনে রাখবেন: Catagory ঠিকমত দিবেন কিন্তু।

আপনার সাইটে কিভাবে Adcode বসাবেন?
আপনার সাইটটি Approve করলে বাম পাশের  Code Generator এ ক্লিক করলে কোড পাবেন তা আপনার সাইটের <head> </head>. এর মাঝ খানে বসাবেন। ব্যাস কাজ শেষ।

আশাকরি বুঝতে পেরেছেন,
যদি এর পরও কোন সমস্যায় পরেন তবে নিচে টিউমেন্ট বক্সতো আছেই
আমার ছোট একটা ব্লগ  এক নজর দেখতে পারেন এখানে
Read More

ট্র্যাফিক মনসুন থেকে আয় করুন সেরা পিটিসি সাইট

ট্র্যাফিক মনসুন থেকে আয় করুন সেরা পিটিসি সাইট


প্রথমেই আমার সালাম জানিয়ে শুরু করছি। আজ আমি সেরা পিটিসি সাইট Traffic mon-soon এর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এখানে আপনি প্রতিদিন 40 মিনিট সময় ব্যয় করে 0.80$ আয় করতে পারবেন। আর আর্নিং বাড়াতে রেফারেল বাড়াতে হবে। কারন এই সাইটি রেফারেল আনিং এর ১০০% কমিশন দেয়। তার মানে  ১ জন রেফারেল থাকলে আপনার প্রতিদিন আর্নিং হবে (0.80$+0.80$) = 1.60$  এভাবে ১০ জন রেফারেল থাকলে প্রতিদিন আর্নিং হবে (10 x 0.80$) = 8$. এখন এই সাইটে একাউন্ট করাসহ বিস্তারিত নিয়ম জেনে নেই।
এই সাইটির সুবিধাসমূহ
১. ইনস্ট্যান্ট প্রেমেন্ট করে  Payza, PayPal এবং Solid Trust এ।
২. এর বেশিরভাগ ক্যাশ লিংক ০.০১ থেকে ০.০০৫ ডলার।
৩. দিনে ক্যাশ লিংক দুই বার পাওয়া যায়। এজন্য ভোর ৬.১০ থেকে ৬.৫৫ এই সময়ের মধ্যে একবার আবার সকাল ৭.১০ থেকে রাত ১২.০০ এর মধ্যে একবার পাওয়া যায়।
৪. রেফারেল আনিং এর ১০০% কমিশন দেয়।
৫. ওয়েব সাইট বা যেকোন সাইটের ফ্রি এডভারটাইজ করা যায়।
৬. ভালো Android phone or Tablet হলেও আপনি এই সাইটটিতে কাজ করতে পারবেন।
আর অসুবিধাসমূহ
১. এই সাইটে মাঝে মধ্যে IP ব্লক দেখালে Internet Close করে পুনরায় Reconnect করুন যতক্ষন না পর্যন্ত সাইটে একসেস করতে না পারেন।
২. সব দিনই Cash Link একই রকম পাওয়া যায় না তবে বর্তমানে প্রতিদিনই অনেক বেশি Cash Link দিচ্ছে।
যদি আপনার পূর্বে কোন একাউন্ট করা না থাকে তাহলে  নিচের লিংক থেকে একাউন্ট করে নিন। আর আমি আপনাকে একাউন্ট করা সহ Money Earn করার বিস্তারিত নিয়ম দেখিয়ে দিচ্ছি।
এখন একাউন্ট করার জন্য প্রথমে এই লিংক প্রবেশ করুন
 



উপরের ছবিতে চিহ্নিত Box গুলো পূরণ করুন। তামধ্যে 11, 12, 13 নং এ Payza, PayPal এবং Solid Trust এ আপনার একাউন্টের Email ID দিন। যদি আপনার Payza, PayPal এবং Solid Trust এর যে কোন একটা একাউন্ট না থাকে তাহলে আপনার Email ID টা বসিয়ে দিন। এবং পরবর্তীতে Payza or PayPal or Solid Trust এর যে কোন একটি একাউন্ট তৈরি করার সময় সেই Email ID টা ব্যবহার করুন। তবে আমি সাজেস্ট করব Payza একাউন্ট করার জন্য।  এখন 16 নম্বর প্রসিড এ ক্লিক করলে আপনার ইমেইলে একটি মেইল যাবে। মেইলটি লেখা কপি করে সংরক্ষন করে রাখুন। কারন Cash Out করার সময় এর তথ্যগুলো প্রয়োজন হবে। তারপর Login এ ক্লিক করে Username, Password এবং Captcha দিয়ে একাউন্ট এ Login করলে একটি পেজ আসবে। সেখানে ১০ সেকেন্ড অপেক্ষার পর Back to Dashboard ক্লিক করলে নিচের ছবির মত দেখতে পাবেন।
 এবার Click Here to Go to Cash Links এ ক্লিক করলে নিচের ছবির মত দেখতে পাবেন এবং সেগুলো ক্লিক করে আয় করুন।


আর একটি কথা আপনার যদি রেফারেল থাকে তার ১০০% কমিশন পাওয়ার জন্য প্রতিদিন ১০ টি Start Surfing ক্লিক সম্পূর্ণ করুন এবং ১০ ত্রেডিড জমান। যা দিয়ে আপনি আপনার ওয়েব সাইট বা যেকোন সাইটের ফ্রি এডভারটাইজ করতে পারবেন।
আপনার একাউন্ট এ মিনিমাম 2$ হলেই আপনি Payza তে ইনস্ট্যান্ট ক্যাশ আউট করতে পারবেন।
নিন্মে আমার একটি Payment Proof দেখানো হল।


Read More

ইনফোলিংকস্‌ থেকে নিশ্চিত আয়

ইনফোলিংকস্‌ থেকে নিশ্চিত আয়


ইন টেক্সট অ্যাডভার্টাইজিং কি এবং কিভাবে কাজ করে?
ইন টেক্সট অ্যাডভার্টাইজিং হলো একটি অনলাইন অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম যা ব্লগ বা ওয়েব সাইটের টেক্সট বা কনটেন্ট এর উপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখিয়ে থাকে। একটি উদাহরনের মাধ্যমে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন। ধরা যাক আপনার ব্লগ বা ওয়েব সাইটে Norton Antivirushttp://cdncache-a.akamaihd.net/items/it/img/arrow-10x10.png নামে টেক্সট আছে। এ অবস্থায় আপনি যদি কোন ইন টেক্সট অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম ব্যবহার করেন তাহলে এই টেক্সটি লিংক হিসেবে দেখাবে। যা আপনার সাইটে থাকা লিংকের চাইতে হবে ভিন্ন। এখন আপনার সাইটের ভিজিটর যদি লিংকটির উপর কার্সর নিয়ে যান তাহলে একটি বিজ্ঞাপন সামনে দৃশ্যমান হবে। এভাবে ইন টেক্সট অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম  কাজ করে থাকে।
ইনফোলিংকস্‌ কি?
ইনফোলিংকস্‌ হচ্ছে একটি জনপ্রিয় ইন টেক্সট  অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম। এটি ২০০৭ সালে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রথম দিকে জনপ্রিয়তা না থাকলেও এটি বর্তমানে বেশ জনপ্রিয়। সর্বোচ্চ রেভনিউ শেয়ার করার প্রতশ্রুতি নিয়ে ইনফোলিংকস্‌ বিশ্বের সকল প্রান্তের পার্টনারদের নিয়ে কাজ করে যাচ্ছে। ইনফোলিংকস্‌ এর অফিশিয়াল ওয়েবসাইট http://www.infolinks.com


ইনফোলিংকস্‌ থেকে আয়ের জন্য কি কি প্রয়োজন?
ইনফোলিংকস্‌ থেকে আয়ের জন্য প্রথমত প্রয়োজন হবে একটি নিজস্ব ব্লগ বা ওয়েবসাইট। আর দ্বিতীয়ত প্রয়োজন হবে ব্লগ বা ওয়েবসাইটটিতে প্রচুর পরিমানে কোয়ালিটি কনটেন্ট। আপনার সাইটে যদি প্রচুর পরিমানে টেক্সট না থাকে তাহলে ইনফোলিংকস্‌ আপনার আবেদন গ্রহন নাও করতে পারে। তাই আবেদনের পূর্বে সাইটে প্রচুর পরিমানে টেক্সট সমৃদ্ধ করার চেষ্টা করুন। ইফোলিংকস্‌ কোয়ালিটি দেখেনা দেখে কোয়ানটিটি।
ইনফোলিংকস এর পেমেন্ট পদ্ধতি কি?
অন্যান্য অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠানের মতো ইনফোলিংকস্‌ প্রচলিত অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে। এগুলো হলো - PayPal, Payoneer Prepaid Debit MasterCard®, Bank Wire, ACH, Western Union তবে আমাদের দেশের জন্য শুধু মাত্র Payoneer এবং চেক। চেক পেমেন্ট এর ক্ষেত্রে মিনিমাম ১০০ ইউএস ডলার হতে হবে। আর  Payoneer Prepaid Debit MasterCard® এর ক্ষেত্রে ৫০ ইউএস ডলার হতে হবে। বাকী গুলো অর্থা PayPal, Bank Wire, ACH বাংলাদেশ সাপোর্ট করে না। ৪৫ দিনের মধ্যে ইনফোলিংকস্‌ থেকে পেমেন্ট দিয়ে থাকে।
ইনফোলিংকস্‌ - এ রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া ঃ
ইনফোলিংকস্‌ - এর সার্ভিস ব্যবহারের জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করুন http://www.infolinks.com উক্ত লিংকে গেলে আপনার ব্রাউজারে ইনফোলিংকস্‌ এর হোমপেজ আসবে। হোমপেজ থেকে Join US বাটনে ক্লিক করুন। Join US  বাটনে ক্লিক করা হলে নিচের ছবির মতো একটি রেজিসেট্রশন পেজ আসবে। 


এখানে আপনার কাছে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে। তথ্য গুলো হলো ওয়েব সাইট ইউআরএল, ওয়েবসাইট ল্যাংগুয়েজ, আপনার নামের প্রথম অংশ, আপনার নামের শেষ অংশ, আপনার ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড ইত্যাদি। তথ্য গুলো যথা স্থানে দিন। নিচের দিকে থাকা ইউজার এগ্রিমেন্টে একসেপ্ট করার জন্য চেকমার্ক বক্সটিতে টিক দিন এবং ক্যাপচা পূরন করুন। সবশেষে Join বাটনটিতে ক্লিক করে আপনার অ্যাপলিকেশনটি সাবমিট করুন।
পরবর্তি পেজে আপনাকে নিচের মতো একটি কোড দেওয়া হবে -
<script type="text/javascript">
var infolink_pid = 000000;
var infolink_wsid = 0;
</script>
<script type="text/javascript" src="http://resources.infolinks.com/js/infolinks_main.js"></script>
এই কোডটি আপনার সাইটে বসাতে হবে। পেজের ডান পাশে বিভিন্ন প্লাটফর্মের আইকন দেখতে পাবেন। এগুলোর মধ্য থেকে আপনার ওয়েসবাইটের প্লাটফর্ম অনুযায়ী কোড সাইটে বসাতে পারবেন। এবার নিচের দিকে থাকা Doneবাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। প্রথম ধাপে রেজিস্ট্রেশন করার অর্থ হলো অ্যাপলিকেশন সাবমিট করা। ইনফোলিংকস্‌ আপনার অ্যাপলিকেশনটি রিভিউ করবে তারপর অ্যাপু্রভ হলো ইমেইলে জানাবে। তারপর আপনি  ইনফোলিংকস্‌ এর Main এরিয়া অ্যাক্সেস করতে এবং কাস্টমাইজ করতে পারবেন। তাহলে ইনফোলিংকস্‌ এর উত্তরের অপেক্ষায় থাকুন। ৪৮ ঘন্টার মধ্যে রিপ্লে পাবেন ইনশাল্লাহ্‌।


Read More